muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জ বাসস্ট্যান্ডকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ 

ধূমপানমুক্ত সতর্কীকরণ নোটিশ স্থাপন এর মাধ্যমে আজ ২৯ ডিসেম্বর ২০১৬ তারিখ মঙ্গলবার কিশোরগঞ্জ বাসস্ট্যান্ডকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। পাবলিক প্লেসে ধূমপানমুক্ত সতর্কীকরণ নোটিশ (ধূমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ) স্থাপন এর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবার কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যন্ডে ধূমপানমুক্ত সতর্কীকরণ নোটিশ স্থাপন করা হলো।

15281074_1135823133197863_1191818159_n

কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল এর নেতৃত্বে কিশোরগঞ্জ বাসস্ট্যান্ডে স্থাপন করা হয় ধূমপানমুক্ত সতর্কীকরণ নোটিশ এবং একই সাথে পাবলিক প্লেস হিসেবে এটিকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা দেন তিনি। এসময় তার সাথে জেলা পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, বিআরটিএর কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

15310262_1135832396530270_11929174_n

উল্লেখ্য, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৩ এ পাবলিক প্লেস এর মালিককে নিজ নিজ প্রতিষ্ঠানের উন্মুক্ত স্থানে ধূমপানমুক্ত স্থানের সতর্কীকরণ নোটিশ (ধূমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ) বা ধূমপানমুক্ত সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দেওয়া আছে।

15310167_1135831936530316_2089460333_n

পাবলিক প্লেস এর মালিক, তত্ত্বাবধায়ক বা নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা ব্যবস্থাপক আইনের বিধান লঙ্ঘন করে ধূমপানমুক্ত স্থানের সতর্কীকরণ ব্যবস্থা না রাখলে তা অপরাধ বলে গণ্য হবে এবং এর জন্য তিনি দন্ডিত হবেন।

15301248_1135829073197269_1463061879_n

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৩-এ পাবলিক প্লেস বলতে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, গ্রন্থাগার, লিফট, আচ্ছাদিত কর্মক্ষেত্র, আদালত ভবন, বিমানবন্দর ভবন, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, প্রেক্ষাগৃহ, প্রদর্শনী কেন্দ্র, থিয়েটার হল, বিপণী ভবন, চারদিকে দেয়াল দিয়ে ঘেরা রেস্টুরেন্ট, পাবলিক টয়লেট, শিশুপার্ক, মেলা বা যাত্রী ছাউনি, সম্মিলিতভাবে জনসাধারণের জন্য ব্যবহৃত সরকার বা স্থানীয় সরকার কিংবা জনসাধারণের তৈরি করা কোনো স্থান এবং সাধারণ বা বিশেষ আদেশ দিয়ে সব সময় ঘোষিত যে কোনো স্থান এর সাথে হাসপাতাল ও ক্লিনিক ভবনকেও অন্তর্ভূক্ত করা হয়েছে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৯-১১-২০১৬ইং/ অর্থ 

Tags: