muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

আসিফকে পাগল বলে বিসিবিকে পাশে পেলেন মুশফিক

বরিশাল বুলসের খেলোয়াড়রা ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত, এমন অভিযোগ করে বেশ বিপাকেই পড়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। দলটির অধিনায়ক মুশফিকুর রহিম এই জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে পাগল বলতে দ্বিধা করেননি। এমন কঠিন জবাব দেওয়ায় অনেকেরই বাহবা পেয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। এবার বিসিবিকে পাশে পেয়েছেন তিনি।

এবারের বিপিএলে শুরুটা ভালো হলেও শেষ দিকে বেশ নাজুক অবস্থা বরিশালের। ১০ ম্যাচে মাত্র ছয় পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা। তাই দলটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর কণ্ঠশিল্পী আসিফ তাঁর ফেসবুক পেজে অভিযোগ করেন, দলটির দেশি-বিদেশি খেলোয়াড়রা ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত। এ কারণেই দলের পারফরম্যান্স খুব একটা ভালো নয় বলে মনে করেন তিনি।

এ সম্পর্কে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘এটা একজন মানুষের ব্যক্তিগত মতামত। কিন্তু ফেসবুকের মতো জায়গায়, আসিফ ভাইয়ের মতো একজন নামকরা গায়কের এমন কথা লেখা উচিত হয়নি। যেহেতু আপনার কাছে কোনো প্রমাণ নেই, তাই ব্যক্তিগত মতটা এভাবে বলতে পারেন না। তাই আমি বলব, মুশফিকের প্রতিক্রিয়াটা যুক্তিসঙ্গত। তা ছাড়া যদি কিছু বলার থাকে, বিপিএল গভর্নিং কাউন্সিল, অ্যান্টি-করাপশন ও বিসিবি যে কারো কাছেই বলতে পারেন আপনি। ফেসবুকে বললে তো মানুষ সন্দেহ করবে।’

সাম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বরিশালের ব্র্যান্ড অ্যাম্বাসাডর আসিফ লিখেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট জুয়ার অপর নাম। দর্শক হিসেবে মাঠে যাই খেলা দেখতে, আর আমাদের নিয়ে খেলা হয় টেবিলে। সন্দেহ ঢুকেছে প্রেসবক্সেও। অন্য কোনো দলের কথা বলব না। আমার দল বরিশাল বুলসের দেশি-বিদেশি খেলোয়াড়দের একটা অংশ ম্যাচ ফিক্সিংয়ে সঙ্গে জড়িত আমি নিশ্চিত, তবে প্রমাণ নেই। তবে বিসিবি ও আকসু যদি দৃষ্টি দেয় তাহলে অবশ্যই তারা প্রমাণ খুঁজে পাবে বলে আমার বিশ্বাস।’

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/   ৩০- ১১২০১৬ ইং / মো: হাছিব

Tags: