প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচআইভি আক্রান্তদের চিকিৎসায় সামাজিক বৈষম্যহীনতা সুনিশ্চিত করতে সরকারের পাশাপাশি অন্যান্য সংস্থাসমূহ এবং প্রত্যেক ব্যক্তিকে নিজস্ব প্রেক্ষাপট থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন।
শেখ হাসিনা ‘বিশ্ব এইডস দিবস ২০১৬’ উদযাপন উপলক্ষে বুধবার এক বাণীতে এ কথা বলেন।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘এইচআইভি সংক্রমণ শুধুমাত্র একটি স্বাস্থ্যগত সমস্যা নয় বরং এইচআইভি আক্রান্ত ব্যক্তির ওপর এর সামাজিক, আর্থিক এবং মানসিক নেতিবাচক প্রভাব দেখা যায়। সুতরাং এইচআইভি নিয়ন্ত্রণ বা নির্মূল করার লক্ষ্যে প্রতিরোধ ও চিকিৎসা কর্মসূচিসমূহ বাস্তবায়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক অনুশাসন মেনে চলা, পারিবারিক সুসম্পর্ক বজায় রাখা, আত্মনিয়ন্ত্রণ অনুশীলন অত্যন্ত জরুরি।’
তিনি ‘বিশ্ব এইডস দিবস ২০১৬’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য ও কামনা করেন। -বাসস।
Tags: