muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

লুইস ঝড়ে উড়ে গেলো রংপুর

ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইসের বিধ্বংসী ব্যাটিং-এ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে রংপুর রাইডার্সের বিপক্ষে সহজ জয় পেলো ঢাকা ডায়নামাইটস। টুর্নামেন্টের ৩৪তম ম্যাচে ঢাকা ৪২ রানে হারিয়েছে রংপুরকে। এ
ই জয়ে ১০ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো ঢাকা। টানা চার ম্যাচ হেরে ১০ খেলায় ১০ পয়েন্ট সংগ্রহে নিয়ে টেবিলের পঞ্চমস্থানেই থাকলো রংপুর।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং-এ নামে ঢাকা ডায়নামাইটস। উদ্বোধনী জুটিতে রংপুর রাইডার্সের বোলারদের উপর ঝড় বইয়ে দেন মেহেদি মারুফ ও ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস। শ্রীলংকার কুমার সাঙ্গাকারার জায়গায় প্রথমবারের মত এবারের আসরে খেলতে নামা লুইস ছিলেন বিধ্বংসী রূপে। মাত্র ২১ বলে ২টি চার ও ৬টি ছক্কায় হাফ-সেঞ্চুরির স্বাদ পান গেল সপ্তাহে জিস্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলংকার বিপক্ষে ১৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলা লুইস।
ব্যাট হাতে মারমুখী ছিলেন মারুফও। ৩টি করে চার ও ছক্কায় ৩১ বলে ৪০ রানে ফিরেন তিনি। তবে লুইসের ব্যাট চড়ে বড় সংগ্রহের দিকেই এগুচ্ছিল ঢাকা। ১০ ওভার শেষে ঢাকার স্কোর তেমনই বলছিল- ১ উইকেটে ১০৪ রান।
তবে দলীয় ১২২ রানে লুইস ফিরে গেলে, রান তোলার গতি কমে যায় ঢাকার। ৮টি ছয় ও ৩টি চারে ৩৪ বলে ৭৫ রান করে ফিরেন লুইস। এরপর অধিনায়ক সাকিব আল হাসান, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও মোসাদ্দেক হোসেনের ছোট ছোট ইনিংসে ৭ উইকেটে ১৮৮ রানের সংগ্রহ পায় ঢাকা। সাকিব ২০ বলে ২৯, ব্রাভো ১৩ বলে ১৬ ও মোসাদ্দেক ৯ বলে ১৪ রান করেন। রংপুরের রুবেল হোসেন ২৫ রানে ৩ উইকেট নেন।
জবাবে শুরু থেকেই ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিতে থাকেন রংপুরের ব্যাটসম্যানরা। ফলে ম্যাচ ছিটকে পড়ে রংপুর। শেষ পর্যন্ত জিয়াউর রহমানের ৪৩ বলে ৬০ ও সোহাগ গাজীর ২৬ বলে ৩৬ রানের কল্যাণে ৮ উইকেটে ১৪৬ রান পর্যন্ত যেতে সমর্থ হয় রংপুর। সপ্তম উইকেটে ৫৬ বলে ৮৭ রানের জুটি গড়েন জিয়াউর ও গাজী। ঢাকার পক্ষে আবু জায়েদ ২০ রানে ৩ উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন ঢাকার লুইস।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/   ৩০- ১১২০১৬ ইং / মো: হাছিব

Tags: