টঙ্গীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বিষ্ফোরণ ও অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় টঙ্গী থানায় দায়ের করা দুটি মামলায় উচ্চ আদালতের নির্দেশে ৬ আসামি বুধবার গাজীপুর আদালতে আত্মসমর্পণ করেন।
শুনানি শেষে আদালত কারখানার মালিক সৈয়দ মকবুল হোসেনকে অস্থায়ী জামিন প্রদান করেন এবং অপর ৫ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়।
গাজীপুর আদালতের পরিদর্শন মো. রবিউল ইসলাম জানান, উচ্চ আদালতের নির্দেশে আসামিরা দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হকের আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত ট্যাম্পাকো ফয়েলস কারখানার মালিক সৈয়দ মকবুল হোসেনকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত অস্থায়ী জামিন প্রদান করেন। অপর ৫ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর আহমেদ, কারখানার ডিএমডি সাফিউস সামি আলমগীর, জেনারেল ম্যানেজার শফিকুর রহমান, ম্যানেজার এডমিন মনিরুজ্জামান ও ম্যানেজার আবু হানিফ।
গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার ট্যাম্পাকো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এ ঘটনায় ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে আহত হন অর্ধ শতাধিক শ্রমিক।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ৩০- ১১–২০১৬ ইং / মো: হাছিব
Tags: