ক্রীড়া ডেস্ক :
দারুণ ছন্দেই রয়েছে ভারত। ছন্দে থাকার ফলও পেয়েছে তারা। শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারতীয় নারী ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ম্যাচে লঙ্কান নারীদের বিপক্ষে ৫২ রানের জয় পেয়েছেন মিতালি-ঝুলনরা।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১২১ রান করে ভারত। জবাবে ২০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ৬৯ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।
ভারতের সর্বোচ্চ ৬২ রান করেন মিথালি রাজ। সমান ২১ রান করে আসে স্মৃতি ও ভেদার ব্যাট থেকে। ১০ করেন হারমানপ্রীত কাউর। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন দিলানি মুনোদারা। প্রসাধনীর ব্যাট থেকে আসে ১৪ রান। বাকিরা ছুঁতে পারেননি দুই অঙ্ক।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০১-১২-২০১৬ইং/নোমান