মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :
ভারতীয় হাইকমিশনারের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ থেকে শিক্ষার্থী, সাংবাদিক, খেলোয়াড়সহ ১০০ জনের একটি প্রতিনিধি দল ভারত ভ্রমণে যাচ্ছেন।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষাৎ করবেন এর প্রতিনিধি দলটি। এছাড়া দিল্লি, আগ্রাসহ দেশটির বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবে তারা।
প্রতিনিধি দলটি ৪ ডিসেম্বর ভারতের দিল্লি পৌঁছাবে। ১০ ডিসেম্বর তারা দেশে ফিরে আসবে।
প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করার জন্য শুক্রবার সন্ধ্যায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারের বাসভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আবুল কালাম আজাদ এবং প্রতিনিধি দলের সদস্য ছাড়াও ক্রীড়াবিদ, সাংবাদিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সবাইকে শুভেচ্ছা জানান।
আলোচনায় অংশ নিয়ে বীরেন শিকদার বলেন, ‘এই প্রতিনিধি দলের ভারত ভ্রমণের মধ্য দিয়ে দুই দেশের ভাতৃত্ববোধ আরও শক্তিশালী হবে। আমাদের ছেলে মেয়েরা জ্ঞান ও প্রজ্ঞায় আরও সমৃদ্ধ হবে।’
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০২-ডিসেম্বর-২০১৬ইং/নোমান