muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে বাজিতপুরে আন্দোলন অব্যাহত

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।।

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের র্নিবিচারে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাজিতপুর। ২ ডিসেম্বর শুক্রবার উপজেলার সরারচরে রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো ৩ ডিসেম্বর শনিবারও বাজিতপুর বাজারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ইমাম ওলামা পরিষদের আয়োজনে সকাল ১১টার দিকে বাজিতপুর বাজার বাঁশমহলের কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার ইমাম ওলামাসহ শত শত ধর্মপ্রাণ মুসলমান ব্যানার, ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা ইমাম ওলামা পরিষদের সভাপতি সাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল আহাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের বাজিতপুর উপজেলা শাখার সভাপতি কাজী ইব্রাহিম ও সাধারণ সম্পাদক ডাক্তার সেলিম হায়দার প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবি জানান। এবং এ বিষয়ে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে এক হতে আহ্বান জানান।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-১২-২০১৬ইং/ অর্থ 

Tags: