সম্প্রতি হাঙ্গেরি যাওয়ার পথে তুর্কেমেনিস্থানে বিমানের জরুরি অবতরণের বিষয়টিকে নিছক দুর্ঘটনা হিসেবেই দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বিমানের যান্ত্রিক ত্রুটি নিছক দুর্ঘটনা।’
এ বিষয়ে উপস্থিত সাংবাদিকদের একের পর এক প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনা, দুর্ঘটনাই। এ নিয়ে এতো উদ্বীগ্ন হওয়ার কিছু নাই।
ওয়াটার সামিট-২০১৬ উপলক্ষে চারদিনের হাঙ্গেরি সফরের উপর গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শনিবার তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আলাদা এয়ারক্রাফট কেনার পরামর্শ আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নতুন এয়ারক্রাফটের কোনো প্রয়োজন নাই। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর আলাদা এয়ারক্রাফট কেনার বিলাসিতা করার মতো সময় আমাদের আসেনি।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৩- ১২-২০১৬ ইং / মো: হাছিব
Tags: