সাহিত্য ও সংস্কৃতিঃ
“সফলতা”
**রহমান মাসুদ**
জ্ঞান-ধৈর্য্য-শ্রম-সততা-লক্ষ্
গুণ পাঁচটি অন্তরে বাঁধলে নীড়,
কন্টকময় পথও হবে নিষ্কন্টক মসৃণ
সফলতার শীর্ষে কাটবে আগত দিন।
জ্ঞানের পরিধির সীমাবদ্ধতা নাই
সকল বিষয়ে জ্ঞান থাকা চাই,
জ্ঞান আহরণে একনিষ্ঠ হতেই হবে
সঠিক গুরুর সন্ধানে সুদূরেও যাবে।
ধৈর্য্যর বিকল্প নাহি কিছু আর
ব্যর্থতার দেখা পেলেও চেষ্টা বারবার,
ধৈর্য্য ধারনে হতে হবে দৃঢ়প্রত্যয়
অসাধ্য সাধনেই করতলে কাঙ্খিত জয়।
শ্রমেই দূরীভুত জীবনের সব অলসতা
এর মাঝেই লুকায়িত সকল সফলতা,
শ্রমের কারুকার্য অবিরত হলে বহমান
তারই কন্ঠে মিলে সফলতার জয়গান।
সততার মন্ত্রের সঠিক দীক্ষা থাকা চাই
তা বিনা শুন্য হবে সব ধরনের সাধনাই,
সততার মহৎ গুনে হবে মহাবলীয়ান
তা রক্ষায় তুচ্ছ এই দেহ আর প্রাণ।
লক্ষ্যস্হির জীবনযুদ্ধের মুল হাতিয়ার
সর্বদা সজাগ মনে তাতে দিবে ধার,
যত বাধাই আসুক অতিক্রান্ত হবে
কাঙ্খিত গন্তব্যে পৌছেই থামবে তবে।
গুণ পাঁচটি হলে তব অধিন্যস্ত
সকল সফলতা রবে তোমারই দ্বারস্ত,
বিধাতার কল্যানে হবে তুমি পরিপূর্ণ
সফলতার মুকুট অর্জনে জীবন ধন্য।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-১২-২০১৬ইং/ অর্থ