মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাস্থ্য খাতে জনশক্তির স্বল্পতা সমস্যা দূর করতে নতুন রিক্রুট করা ১০ হাজার নার্সকে এক সপ্তাহের মধ্যে বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্টিং দেওয়া হবে।
আজ নগরীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ হেলথ ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি, ২০১৫-এর এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘আমরা ১০ হাজার নার্সের রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করেছি। সুষ্ঠু স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন সরকারি হাসপাতালে তাদেরকে পোস্টিং দেওয়ার জন্য এখন আমরা কাজ করছি।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের প্রতিনিধি ড. এন প্যারানিথরন। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব মো. সিরাজুল ইসলাম।
মোহাম্মদ নাসিম আরো বলেন, “স্বাস্থ্য খাতে হেলথ ওয়ার্কফোর্স গুরুত্বপূর্ণ। আমরা মানসম্মত হেলথ ওয়ার্কফোর্স খুঁজছি, যারা মানসম্মত সেবা দিতে পারবে। এ ব্যাপারে ‘বাংলাদেশ হেলথ ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি-২০১৫’ প্রণয়ন একটি ভিত্তি।”
স্বাস্থ্য খাতে জনশক্তি স্বল্পতার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী পেশাজীবী স্বাস্থ্যকর্মীদের দ্রুত নিয়োগ দিতে রিক্রুটমেন্ট পদ্ধতি সহজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য আমাদের স্বাস্থ্য খাতে মানসম্মত ওয়ার্কফোর্স রিক্রুট করতে হবে। উপযুক্ত জনশক্তি ছাড়া আমরা টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)-এর লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব না।’
প্রতিমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্য খাতের প্রধান প্রধান সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। স্বাস্থ্য খাতে সফলতার এই ধারা অব্যাহত রাখতে মানসম্মত জনশক্তি প্রয়োজন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৪- ১২-২০১৬ ইং / মো: হাছিব
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৪- ১২-২০১৬ ইং / মো: হাছিব