muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ফাইনাল খেলেই দেশে ফিরবেন গেইল!

ক্রীড়া ডেস্ক,

 

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ইতিমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। ১২ ম্যাচে ৬টি জয় দিয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে দলটি।

প্লে-অফে তামিম বাহিনীর প্রতিপক্ষ সাকিবের ঢাকা। এর ঢাকার বিপক্ষে জয় পেলেই ফাইনালে চলে যাবে দলটি। অবশ্য হেরে গেলেও আরেকটি সুযোগ থাকছে তাদের।

এদিকে এবারের বিপিএলে ক্যারিবিয়ান হার্ড হিটার ক্রিস গেইলকে দলে টেনেছে ভাইকিংসরা। তবে নিজেদের প্রথম আট ম্যাচে গেইল না পেলেও শেষ চার ম্যাচের জন্য তাকে পেয়েছে তামিম-তাসকিনরা।

এবারের বিপিএলে এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ক্যারিবিয়ান। ৪ ম্যাচ খেলে মোট ১৬.২৫ গড়ে মাত্র ৬৫ রান এসেছে তার ব্যাট থেকে। যেখানে সর্বোচ্চ মাত্র ৪০।

তবে গেইলের সঙ্গে চুক্তি ছিল ভাইকিংসের হয়ে চার ম্যাচ খেলবেন তিনি। কিন্তু এখন শোনা যাচ্ছে গেইলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে ভাইকিংস কর্তৃপক্ষ।

এর চুক্তির মেয়াদ বাড়লে ভাইকিংসের হয়ে পরের ম্যাচে খেলার পাশাপাশি ফাইনালেও খেলবেন এই জামাইকান ব্যাটসম্যান।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/    ০৪- ১২-২০১৬ ইং / মো: হাছিব

 

Tags: