muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

বাজারে আসলো টুইনমস এর নতুন ট্যাবলেট

টুইনমস ব্রান্ডের এমকিউ৭১৮জি মডেলের নতুন ট্যাবলেট বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস লিমিটেড। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।
এন্ড্রয়েড ৫.৫ ললিপপ অপারেটিং সিস্টেম সম্পন্ন এই ট্যাবলেটে রয়েছে ২ জিবি র‌্যাম, ৭ ইঞ্চি গরিলা ডিসপ্লে, ১৬ জিবি স্টোরেজ, ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ওয়াইফাই, জিপিএস, থ্রিজি, ফোরজি, ব্লুটুথ, জিএসএম, জিপিআরএস, এফএম, এক্সেলারোমিটার সেন্সর, বিল্ট ইন স্পীকার এবং ৫ভি/২এ এডাপ্টার।
এতে আরও থাকছে পাওয়ার এডাপ্টার, ইউএসবি ক্যাবল, ওটিজি ক্যাবল এবং টুইনমস স্লিপ কেস। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ১১ হাজার ৫০০ টাকা।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৫- ১২-২০১৬ ইং / মো: হাছিব

Tags: