টুইনমস ব্রান্ডের এমকিউ৭১৮জি মডেলের নতুন ট্যাবলেট বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস লিমিটেড। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।
এন্ড্রয়েড ৫.৫ ললিপপ অপারেটিং সিস্টেম সম্পন্ন এই ট্যাবলেটে রয়েছে ২ জিবি র্যাম, ৭ ইঞ্চি গরিলা ডিসপ্লে, ১৬ জিবি স্টোরেজ, ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ওয়াইফাই, জিপিএস, থ্রিজি, ফোরজি, ব্লুটুথ, জিএসএম, জিপিআরএস, এফএম, এক্সেলারোমিটার সেন্সর, বিল্ট ইন স্পীকার এবং ৫ভি/২এ এডাপ্টার।
এতে আরও থাকছে পাওয়ার এডাপ্টার, ইউএসবি ক্যাবল, ওটিজি ক্যাবল এবং টুইনমস স্লিপ কেস। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ১১ হাজার ৫০০ টাকা।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৫- ১২-২০১৬ ইং / মো: হাছিব
Tags: