ওমর ফারুক খান জনি, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিজস্ব হলরুমে এই সভার আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা সারোয়ার, ইউএনও আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহ মাহবুবুল হক, ইউপি চেয়ারম্যান মোঃ খুর্শিদ উদ্দিন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানভীর হাসান জিকো, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল কাসেম প্রমূখ। সভায় জানানো হয় আগামী ১০ ডিসেম্বর শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এতে ৬-১১ মাস বয়সী ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে যথাক্রমে একটি করে নীল রঙের ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, জনপ্রতিনিধি, মিডিয়ার প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-১২-২০১৬ইং/ অর্থ