মারা গেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ২০১৪ সাল থেকে তিনি এই পদে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার দুপুরে গুলশানে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আসিফ কবির।
ময়মনসিংহে ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন মাহবুবুল হক শাকিল। তার বাবা পেশায় আইনজীবী এবং মা শিক্ষক। শাকিল মারা যাওয়ার আগে রেখে গেছেন তার আইনজীবী স্ত্রী ও মেয়েকে। কবি ও সাহিত্যিক হিসেবেও পরিচিত ছিলেন তিনি। এবারের বইমেলায় ‘মন খারাপের গাড়ি’ শিরোনামে তার একটি কাব্যগ্রন্থ প্রকাশ হওয়ার কথা রয়েছে।
শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এক সময়ের এই ছাত্র নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত মেয়াদে বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে পুনরায় তাকে এই পদে নিয়োগ দেয়া হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৬- ১২-২০১৬ ইং / মো: হাছিব
Tags: