খাগড়াছড়ি জেলার রামগড়- সাব্রুম স্থলবন্দরের কার্যক্রম চালু করার লক্ষ্যে সীমান্তবর্তী ফেনী নদীর ওপর বাংলাদেশ ভারত মৈত্রী সেতু-১ এর নির্মাণ কাজ আগামী মাসে শুরু হচ্ছে।
বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য গুলোর বাণিজ্যিক সম্পর্ক প্রসারের জন্য চার লেন বিশিষ্টি আর্ন্তজাতিক মানের এ ব্রিজটি নির্মাণ করবে ভারত ।
বুধবার দুদেশের কর্মকর্তারা রামগড়ের মহামুনি এলাকায় ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন করেছেন। যৌথ প্রতিনিধিদল সরেজমিনে স্থানটি পরিদর্শন শেষে রামগড় পৌরসভা ভবনে বৈঠক করেন।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিধান চন্দ্র ধর, সওজ চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মো. তারেক, খাগড়াছড়ির তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম খাগড়াছড়ির নির্বাহি প্রকৌশলী রাশেদুল আলম, চট্টগ্রামের নির্বাহি প্রকৌশলী মোসলেহ উদ্দিন চৌধুরী, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল আমীন, রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তামান্না নাসরিন উর্মী ও রামগড় পৌরসভার মেয়র মো. শাহজাহান কাজী রিপন।
ভারতের কর্মকর্তাদের মধ্যে ছিলেন ন্যাশনাল হাইওয়েস এন্ড ইনফ্রাস্টাকসার ডেভেলপম্যান্ট করপোরেশন লি. (এন.এইচ.আই.ডি.সি.এল) এর ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার, অতিরিক্ত সচিব সঞ্জয় রাজন, এন.এইচ.আই.ডি.সি.এল এর পরিচালক সনতাপ তাতু, প্রকৌশলী দীপক চন্দ্র দাশ, ন্যাশনাল হাইওয়ের নির্বাহী প্রকৌশলী বিজন ভুইয়া ও প্রদীপ কুমার বৈদ্য।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৭- ১২–২০১৬ ইং / মো: হাছিব
Tags: