দিল্লীতে ৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের ১৮তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান এবং ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীভ মেহরিশি।
বৈঠকে ভারত-বাংলাদেশ সীমান্তে শান্তিশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য পাচার এবং দু’দেশের পলাতক আসামিদের হস্তান্তর বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ হতে মুহুরির চর এলাকার স্ট্রিপ ম্যাপ দ্রুত স্বাক্ষরের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়।
এছাড়া, যে কোন বিমানবন্দর বা স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের ভারতে প্রবেশ ও প্রত্যাবর্তনের ব্যবস্থা নেয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৭- ১২–২০১৬ ইং / মো: হাছিব
Tags: