muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ভৈরবে র‌্যাবের হাতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাবের হাতে দুরদ আহম্মেদ (২২) ও রফিকুল ইসলাম (২০) নামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃত দুরদ আহম্মেদ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার রাজনগর পশ্চিমবাগ এলাকার আব্দুল লতিফ এবং রফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দুলালপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

আজ বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সড়কসেতুর টোলপ্লাাজা সংলগ্ন এলাকায় তল্লাশী চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য বহণের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা এবং একটি প্রাইভেটকারও জব্দ করে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদে খবর পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সড়কসেতুর টোলপ্লাাজা সংলগ্ন এলাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১২-৪৮৯৯) ও নম্বরবিহিন অপর একটি সিএনজি চালিত অটোরিক্সার গতিরোধ করে তল্লাশী চালায় র‌্যাব। তল্লাশীকালে প্রাইভেটকার থেকে ৪০ এবং অটোরিক্সা থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৮-১২-২০১৬ইং/ অর্থ 

Tags: