শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিশ্বের রাষ্ট্র নায়কদের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০তম স্থানে রয়েছেন। শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে নির্ধারিত সময়ের আগেই মধ্যম আয়ের দেশে উন্নিত হবে। ২০৪১ সালের আগেই যেন আমরা উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে পদার্পণ করতে পারি সে জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
শুক্রবার বিকেলে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে সর্ব ক্ষেত্র উন্নয়নের যে ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে তার ছোঁয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। ফরিদপুর স্টেডিয়ামকে আধুনিকায়ন করে শেখ জামাল স্টেডিয়াম হিসেবে আর্ন্তজাতিক মানে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চাঁদপুর ইউনিয়ন দলকে ১-০ গোলে মাচ্চর ইউনিয়ন পরাজিত করে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৯- ১২-২০১৬ ইং / মো: হাছিব
Tags: