জান্নাতুল জাকির প্রিন্স ভূঁইয়া, মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ
বাইরে থেকে দেখতে পাওয়া ঠেউ খেলা বাহারি রং দিয়ে চকমকে সাজানো বাস, কিন্তু ভিতরে যেন ফাটা বাঁশ। সম্প্রতি কিশোরগঞ্জ টু ঢাকা যাত্রাপথের অধিকাংশ বাসগুলোর প্রায় একই রকম অবস্থা। বাইরে বিশাল করে BUSINESS CLASS লিখা থাকলেও ভিতরে মিল পাওয়া যায় না। সিট গুলোর একেবারে বাজে অবস্থা ভাঙ্গা,ছেড়া অার ময়লা ও দুর্গন্ধযুক্ত নোংরা পরিবেশ তো অাছেই।
অনুসন্ধানে চোখে পড়লো জলসিড়ি এক্সপ্রেস নামক এক বাস সার্ভিসে, সিট গুলো ঠিকমতো জায়গায় নেই, প্রায় সবগুলো সিট ভাঙ্গা, কিছু কিছু অাবার একটির উপর অার একটি। এতে সঠিক এর চেয়েও বেশি ভাড়া দিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। অনেকে অনাকাঙ্খিত দুর্ঘটনার শিকারও হচ্ছেন।
বাস স্টাফ দের কাছে জানতে চাইলে তারা কর্তৃপক্ষ অর্থাৎ মালিক সমিতির অসচেনতা কে দায়ী করেন। ভোক্তভোগি যাত্রী দের প্রয়োজনের তাগিদে ছুটতে হচ্ছে এইসব বাস দিয়েই। যাত্রীরা এই ধরনের সমস্যার দ্রুত প্রতিকার এবং প্রশাসনের নজরদারিতে রাস্তায় ভালো মানের পরিবহন ব্যাবস্থা চায়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১১-১২-২০১৬ইং/ অর্থ