muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

শেষ ষোলোতে বার্সা পেয়েছে পিএসজিকে, আর্সেনাল বায়ার্নকে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর নক আউট রাউন্ডে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার প্রতিপক্ষ হয়েছে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আরেক স্প্যানিশ দল রিয়াল মাদ্রিদ মুখোমুখি ইংলিশ ক্লাব নাপোলির।
সোমবার সুইজারল্যান্ডের নিয়নে শেষ ষোলো পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। বর্তমান শিরোপাধারী রিয়াল মাদ্রিদ মোকাবেলা করবে ইতালিয়ান ক্লাব নাপোলির। এছাড়া গতবারের রানার আপ অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স লিগে বার্সার নিয়মিত সঙ্গী হচ্ছে পিএসজি। গত মৌসুমে গ্রুপ রাউন্ডে খেলেছিল এই দুই দল। এর আগে ২০১৪-১৫ ও ২০১২-১৩ মৌসুমে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। নক আউট রাউন্ডে প্রতিবারই বার্সায় পরবর্তী ধাপে যেতে পেরেছে।
এদিকে আরেক চেনা দুই প্রতিপক্ষ হচ্ছে বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল। গত মৌসুমে গ্রুপ পর্বে মুখোমুখি হওয়ার আগে ২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুমে শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই দুইবারই অগ্রবর্তী হয়েছিল জার্মান ক্লাব বায়ার্ন।
নক আউট পর্বে প্রথম লেগের খেলা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। ফিরতি লেগের খেলা শুরু হবে ৭ মার্চ।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র লাইনআপ
ম্যানচেস্টার সিটি-মেনাকো।
রিয়াল মাদ্রিদ-নাপোলি।
বেনফিকা-বরুশিয়া ডর্টমুন্ড।
বায়ার্ন মিউনিখ-আর্সেনাল।
পোর্তো-জুভেন্টাস।
বায়ার লেভারকুসেন-অ্যাটলেটিকো মাদ্রিদ।
প্যারিস সেন্ট জার্মেই-বার্সেলোনা।
সেভিয়া-লেস্টার সিটি।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১২- ১২-২০১৬ ইং / মো: হাছিব

Tags: