চতুর্থ রাউন্ড দিয়ে আগামী ২০ ডিসেম্বর থেকে আবারো শুরু হচ্ছে ১৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)।
জাতীয় ক্রিকেট লীগের সূচি (চতুর্থ থেকে ষষ্ঠ রাউন্ড):
তারিখরাউন্ডম্যাচ
২০-২৩ ডিসেম্বর ২০১৬চতুর্থখুলনা-বরিশাল (বিকেএসপি-৩),
ঢাকা-ঢাকা মেট্রো (ফতুল্লা),
রংপুর-চট্টগ্রাম (সিলেট),
রাজশাহী-সিলেট (বগুড়া)।
২৭-৩০ ডিসেম্বর ২০১৬পঞ্চমখুলনা-ঢাকা (ফতুল্লা),
ঢাকা মেট্রো-বরিশাল (বিকেএসপি-৩),
রংপুর-সিলেট (কক্সবাজার),
রাজশাহী-চট্টগ্রাম (চট্টগ্রাম)।
৩-৬ জানুয়ারি ২০১৭ষষ্ঠখুলনা-ঢাকা মেট্রো (ফতুল্লা),
ঢাকা-বরিশাল (বিকেএসপি-৩),
রংপুর-রাজশাহী (বগুড়া),
সিলেট-চট্টগ্রাম (চট্টগ্রাম)।
প্রথম তিন রাউন্ড শেষে ২৩ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে খুলনা বিভাগ। তৃতীয়স্থানে থাকা ঢাকা মেট্রোর পয়েন্ট ১৫ এবং চতুর্থ স্থানে থাকা ঢাকা বিভাগের পয়েন্ট ১৩।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৩- ১২-২০১৬ ইং / মো: হাছিব
Tags: