সিক্সার্সের হয়ে ব্যাটিংয়ে নেমে দারুন সূচনা করে দুই ওপেনার জেসন রয়ের ৪২ ও ডেনিয়েল হিউজের ৪৭ রানের পর শেষের দিকে জর্ডান সিল্ক ৩৫ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ১৬৯ রান তুলে দলটি।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন সৌম্য। এছাড়া তাইজুল ও তাসকিন দুটি করে উইকেট শিকার করেন। জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার কথা ছিলবাংলাদেশের । বৃষ্টির কারনে খেলা শুরু হতে দেরি হওয়ায় বৃষ্টি আইনে ২০ ওভারে ১৭০ রানের লক্ষ কমিয়ে ৮ ওভারে ৮৪ রানের লক্ষ ঠিক হয় বাংলাদেশের জন্য। মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: মাশরাফি, মুশফিক, ইমরুল, সৌম্য, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক, শুভাগত, মিরাজ, সাব্বির, তাসকিন, শুভাশিষ, তানভীর, তাইজুল, রাব্বী।
সিডনী সিক্সার্স: শন অ্যাবট, স্যাম বিলিংস, জোহান বোথা (অধিনায়ক), রায়ান কার্টেস, সউমিল চাইবার, বেন ডোয়ারশুইস, ব্র্যাড হ্যাডিন, ড্যানিয়েল হিউজ, জো মেনি, জেসন রয়, জর্ডান সিল্ক।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৪- ১২-২০১৬ ইং / মো: হাছিব