muktijoddhar kantho logo l o a d i n g

রকমারি

ভূতুড়ে’ দ্বীপের রহস্য সাবধান

ইতালির উপকূল-ঘেঁষা খুদে দ্বীপ কিনলে দুর্ভাগ্য না কি পিছু ছাড়ে না। নেপ্‌লসের কাছে এক চিলতে দ্বীপ গাইওলাকে ঘিরে যুগ যুগ ধরে ঘনিয়েছে রহস্যজাল।
নেপ্‌লস উপকূল থেকে সাঁতরেই ইসোলা লা গাইওলা-তে পৌঁছানো যায়। একরত্তি ভূখণ্ডটির ঐতিহাসিক গুরুত্ব কম নয়। রোমানরা তার নাম দিয়েছিলেন ‘ইউপ্লিয়া’। দ্বীপের ওপর তৈরি করেছিলেন দেবী ভেনাসের মন্দির। কালক্রমে তা ধ্বংস হয়েছে। বিখ্যাত রোমান কবি ভার্জিল এই দ্বীপকে ভালোবেসেছিলেন। এখানে বসেই তিনি তাঁর অনুগামীদের প্রশিক্ষণ দিতেন বলে কথিত।
আঠারো শতকে গাইওলা দ্বীপে এক সন্ন্যাসী এসে আস্তানা গাড়েন। স্থানীয়রা তাঁকে ‘উইজার্ড’ বা জাদুকর বলে ডাকত। তাঁকে খাদ্য জোগাতেন এলাকার মত্‍স্যজীবীরা। একদিন কোনও অজানা কারণে দ্বীপ থেকে উধাও হয়ে যান সেই সন্ন্যাসী। তবে ডেরা ছাড়ার আগে তিনি না কি দ্বীপটিকে অভিশাপ দিয়ে যান। – এই সময়

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৪- ১২-২০১৬ ইং / মো: হাছিব

Tags: