সাহিত্য ও সংস্কৃতিঃ
“বিজয় দিবস”
***রহমান মাসুদ***
বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষনায়
দেশ প্রেমিকরা যুদ্ধে যায়,
নয় মাস মুক্তিযুদ্ধের ফলে
১৬ই ডিসেম্বর বিজয় মিলে।
বিজয় পেয়েছি এই দিনে
লক্ষ শহীদের রক্তের ঋণে,
বৃথা যায়নি শহীদের রক্ত
জাতি আজ কলংঙ্ক মুক্ত।
মুক্তিযোদ্ধারা শ্রেষ্ঠ সন্তান
স্বাধীনতা তাদেরই অবদান,
তাই পেয়েছি নতুন মানচিত্র
তাঁরাই জাতির নক্ষত্র।
যাদের জন্য পেয়েছি স্বাধীনতা
ভোগ করছি সকল সফলতা।
ভাবি কি আজ তাদের কথা ?
তাদের কষ্টে পাই কি ব্যথা ?
সময়ের কালস্রোতের পাকে পরে
মুক্তিযোদ্ধারা যাবে জগৎ ছেড়ে,
বিজয় দিবস আসবে ঘুরে ঘুরে
মুক্তিযোদ্ধাদের পাব না ফিরে।
শত কাঁদলেও ফিরবেনা তাঁরা
স্বাধীনতার সূর্য এনেছিল যারা,
জাতি সময় থাকতে হুশিয়ার
সবাইকে নিতে হবে দায়িত্বভার।
বিজয় দিবসের অঙ্গীকার আজ
মুক্তিযোদ্ধাদের জন্য করবো কাজ,
তাঁদের প্রয়োজনে পাশে রব
অন্তর খুলে ভালবাসা দেব।।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৬-১২-২০১৬ইং/ অর্থ
Tags: