muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

খুব শিগগিরই আইন পাস করে যুদ্ধাপরাধীদের সম্পদ বায়েজাপ্ত করা হবে

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,

 

যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার আইনি রূপরেখা এরই মধ্যেই প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে রেজিস্ট্রেশন কমপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

আনিসুল হক বলেন, খুব শিগগিরই আইন পাস করে যুদ্ধাপরাধীদের সম্পদ বায়েজাপ্ত করা হবে এবং সেই সম্পদ দেশের কল্যাণে কাজে লাগনো হবে।

আইনমন্ত্রী বলেন, শুধু সম্পদ বাজেয়াপ্ত করা নয়, যুদ্ধাপরাধীদের দল জামায়াতকে নিষিদ্ধ করার ব্যাপারে আদালতে নির্দেশনাও কার্যকর করা হবে শিগগিরই এবং জামায়াতের প্রশ্রয়দাতাদের আইনের মাধ্যমে পর্যায়ক্রমে বিচার করা হবে।

বিগত কয়েক বছরে আইনমন্ত্রী আনিসুল হক জানান, স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের বিচার হবে। এজন্য আইন সংশোধন করা প্রয়োজন। সর্বশেষ মন্ত্রী জানান, জামায়াতের বিচারের জন্য শিগগিরই মন্ত্রিসভায় প্রস্তাব উত্থাপন করা হবে।

গত ৩ সেপ্টেম্বর যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার কথা জানান আইনমন্ত্রী। তিনি বলেছিলেন, ‘মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের সম্পদ বাজেয়াপ্তের বিষয়ে আমাদের চিন্তা-ভাবনা রয়েছে। এ বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবিও রয়েছে। একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এটা করতে হবে।’

 

  মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৫- ১২-২০১৬ ইং / মো: হাছিব

Tags: