muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

রাজধানীতে ল্যাপটপ মেলা শুরু

তথ্য প্রযুক্তি ডেস্ক,

 

‘প্রযুক্তিতে মুক্তি’ স্লোগানে  নিয়ে   রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বসেছে তিনদিনের ল্যাপটপ মেলা।

১৮তম ল্যাপটপ প্রদর্শনী এক্সপো মেকারের আয়োজনে এই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এবারে মেলায় ১টি মেগা প্যাভিলিয়ন, ৬টি প্যাভিলিয়ন, ৬টি মিনি প্যাভিলিয়ন ও ৪৪ স্টলে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন এবং বিক্রি করবে।

এবারের মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, ওয়ালটন, লাভা, অ্যাভিরা, আই-লাইফ, ইসট, রাপ্পা, লিনাক্স, রিভসহ বিভিন্ন ব্র্যান্ড অংশ নেবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের এ সুযোগ পাবে।

 

 

  মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৫- ১২-২০১৬ ইং / মো: হাছিব

Tags: