muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

গুগল সার্চের সেরা পাঁচে মাশরাফি-মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক,

 

বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের জন্য ২০১৫ সালটা ছিল পয়মন্ত একটি বছর। সে বছর অনেকগুলো সাফল্য পেয়েছিলেন তিনি। সে ধারাবাহিকতায় সার্চ ইঞ্জিন ‘গুগল’-এ সবচেয়ে বেশি খোঁজা হয়েছিল কাটার-মাস্টারকে। এবার অবশ্য না থাকলেও সেরা পাঁচে রয়েছেন হালের এই বোলিং বিস্ময়।

২০১৬ সাল শেষ হতে আর অল্প কিছুদিন বাকি। এরই মধ্যে সে তালিকা প্রকাশ করেছে গুগল। বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান চতুর্থ এবং সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আছেন পঞ্চম স্থানে।

আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছেন সার্চে শীর্ষে, এরপরেই আছেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তালিকার তিন নম্বরে হিলারি ক্লিনটন।

অবশ্য গত বছরের মতো এবার মুস্তাফিজের সময় খুব একটা ভালো কাটেনি। চোটের কারণে বেশির ভাগ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এবার নিউজিল্যান্ড সিরিজের দলে আছেন, তবে খেলতে পারবেন কি না তা এখনো নিশ্চত নয়। তারপরও সার্চে সেরা পাঁচজনের মধ্যেই আছেন কাটার-মাস্টার।

বাংলাদেশে গুগল সার্চে সেরা ১০

১। ডোনাল্ড ট্রাম্প

২। মেলানিয়া ট্রাম্প

৩। হিলারি ক্লিনটন

৪। মুস্তাফিজুর রহমান

৫। মাশরাফি বিন মুর্তজা

৬। ইভানকা ট্রাম্প

৭। উরভাষি রতেলা

৮। বব ডায়লান

৯। মোমিনা মুসতেহসান

১০। মারগারিটা মামুন

 

  মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৭ – ১২-২০১৬ ইং / মো: হাছিব

 

Tags: