muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ভৈরবে দাফনের ৩ মাস পর কবর থেকে এক শিশুর লাশ উত্তোলন

কিশোরগঞ্জ, ভৈরব  প্রতিনিধি,

 

কিশোরগঞ্জের ভৈরবে দাফনের ৩ মাস পর কবর থেকে ফাহিম (১০) নামের এক শিশুর লাশ  উত্তোলন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার চন্ডিবের এলাকা থেকে আদালতের নির্দেশে এ মরদেহ উত্তোলন করে প্রশাসন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারীর উপস্থিতিতে এ কাজ সম্পন্ন হয়। পরে ময়না তদন্তের জন্য মরদেহের অবশিষ্টাংশ কিশোরগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানাগেছে, সম্পত্তি নিয়ে ফাহিমের বাবা সায়েম মিয়ার সঙ্গে তার মা ও ভাই-বোনদের বিরোধ চলছিল। এরই জের ধরে ফাহিমকে চলতি বছরের ৫ মে তার দাদা, কাকা ও চাচীসহ বেশ কয়েকজন মিলে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকার শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ সেপ্টেম্বর ফাহিমের মৃত্যু হয়।

এ ঘটনায় ফাহিমের মা আসমা বেগম বাদী হয়ে গত ২৬ নভেম্বর কিশোরগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে তার শাশুড়ি নাজিরা খাতুনকে প্রধান আসামী করে দেবরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। আদালত ভৈরব থানাকে মামলাটি গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলসহ মরদেহের ময়না তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

ভৈরব থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মোঃ আবু তাহের এই বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

  মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৯- ১২-২০১৬ ইং / মো: হাছিব

Tags: