muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

বাজিতপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

মো.আরিফুল ইসলাম,বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।।

“উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বাজিতপুরেও পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৬।২০শে ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ব্র্যাকে সহযোগীতায় দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র্যালি ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির ভূঁইয়া প্রমুখ। র্যালি শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, অভিবাসীদের আত্নমর্যাদার স্বীকৃতি দেওয়ার জন্যেই প্রতিবছর এ দিবসটি পালন করা হয়।বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটি বাংলাদেশী অভিবাসী রয়েছে।তাদের কষ্টার্জিত টাকা দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখছে বলে তারা উল্লেখ করেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২০-১২-২০১৬ইং/ অর্থ 

Tags: