muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বৃষ্টি আইনে হেরে বাংলাদেশের বিদায়

ক্রীড়া ডেস্ক,

 

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। বৃষ্টি আইনে বাংলাদেশকে ২৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। দারুণ খেলেও বৃষ্টি আইনে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশের যুবারা।

 

প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেলে টস জিতেন বাংলাদেশের অধিনায়ক সাইফ হাসান। তিনি ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রথমে ব্যাট করে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ৪৮.৩ ওভারে অলআউট হয়ে যায় ১৯৫ রানে। বাংলাদেশ দলের কেউ অর্ধশতকের দেখা পায়নি। সর্বোচ্চ ৩৮ রান করেন রায়ান রাফসান রহমান।

 

১৯৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো হয় শ্রীলঙ্কার। উদ্বোধনী জুটিতে ৭৪ রান তোলেন শ্রীলঙ্কার রিভান কেলি ও বিশভা চতুরঙ্গ। ৭৪ রানের মাথায় কেলি (২৩) ও ১০৪ রানের মাথায় চতুরঙ্গ (৬৮) আউট হন। ১০৬ রানের মাথায় বৃষ্টি হানা দেয়। এরপর আর খেলা মাঠে না গড়ালে বৃষ্টি আইনের দ্বারস্থ হন আম্পায়াররা। তাতে ২৬ রানে জয় পায় লঙ্কান যুবারা।

 

শুক্রবার ফাইনালে ভারতের যুবাদের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

 

 

 

  মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ২১- ১২-২০১৬ ইং / মো: হাছিব

Tags: