ক্রীড়া ডেস্ক,
টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ রানের এই রেকর্ডটি এ বছর আগস্টে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত ম্যাচে হয়েছিল। এবার সে রেকর্ডটি ভেঙে ফেলেছে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি আসর সুপার স্ম্যাশের এক ম্যাচে।
আজ বুধবার অনুষ্ঠিত এই ম্যাচে ওটাগো দল প্রথমে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ২৪৯ রান তোলে। জবাবে চার উইকেটে ২৪৮ রান করে হেরে যায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস।
দলের জয়-পরাজয়ের চেয়ে এই ম্যাচে মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় রেকর্ড। সর্বোচ্চ রানের রেকর্ডের পর সবচেয়ে বেশি ছক্কাও হয়েছে এই ম্যাচে, ৩৪টি। ওটাগোর ইনিংসে ১৮ ছক্কা এবং মাহেলাদের সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের ইনিংসে ছিল ১৬টি ছক্কা।
টি-টোয়েন্টিতে এর আগের এক ম্যাচে ৩৩টি ছক্কা মেরেছিলেন ব্যাটসম্যানরা। গত জানুয়ারিতে শ্রীলঙ্কার ঘরোয়া আসরে কলম্বো ক্রিকেট ক্লাব ও কোল্টস ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে সবচেয়ে ছক্কার এই রেকর্ড হয়েছিল
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২১- ১২-২০১৬ ইং / মো: হাছিব