আশরাফ আলী, স্টাফ রিপোর্টার :
গত বুধবার দিবাগত রাতে আনুমানিক ৩টায় কিশোরগঞ্জ উপজেলা মারিয়া ইউনিয়নেরর ৪নং ওয়ার্ডে মধ্যরাতে আগুন লেগে তিন ব্যবসায়ীর কোটি টাকার সম্পদ পুড়ে যায়।
গত রাতে মারিয়া ইউনিয়নের খিলপাড়া বাজারে আগুন লেগে সার ব্যবসায়ী বারজু মিয়া (৫০) পিতা আলাউদ্দিন তার দোকানের থাকা ১৫০ বস্তা সার, কৃষিপণ্য কীটনাশক, ঔষধ, চার ড্রাম ডিজেল পুড়ে যায়। জুতা ব্যবসায়ী খুর্শিদ মিয়া (৪৫), তার দোকানের ৭৫-৮৫ হাজার টাকার জুতা, ১২,০০০/- টাকা তার ও রেডিমেইড কাপড় পুড়ে।
লাইটার ব্যবসায়ী উজ্জ্বল (২৫) পিতা ফজলুর রহমান তার দোকানে মেরামতের জন্য রাখা ৪০টি সিলিং ফ্যান ও ২০০ থেকে ২৫০টি মোবাইল, ২টি জেনারেটর, ১টি কম্পিউটার, ৪টি বড় সাউন্ড বক্স, ৪টি কালার টিভি, এলইডি লাইট (মরিচ বাতি) ৪০ হাজার, ৪ শত টিউব লাইট, ডিজাইন পুড়ে যায়।
ঘটনাটি জানাজানি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও সদর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে আগুন দূর্ঘটনায় কোটি টাকার সম্পদ পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। তাৎক্ষনিকভাবে উক্ত ৩ ব্যবসায়ীদেরকে জেলা প্রশাসক ২০ হাজার টাকা প্রদান করেন। উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ ৩ ব্যবসায়ীকে ৬ হাজার করে টাকা ৬ বান্ডিল করে টিন প্রদান করেন। চেক ও টিন ২২.১২.২০১৬ইং তারিখ বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের প্রাঙ্গনে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান এড. শরিফুল ইসলাম, সদর উপজেলা ইঞ্জিনিয়ার (এলজিইডি) মোঃ শাহ আলম, পিআইও রেজাউল করিম, মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান হলুদ, যশোদল ইউনিয়নের চেয়ারম্যান রাজন মিয়া ও ঘটনাস্থলের ২নং ওয়ারি ইউপি মেম্বার শামীম পাশা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ৩ দোকানের উপর নির্ভরশীল ছিল ১০টি পরিবার। পরবর্তী ব্যবসা চালু না হওয়া পর্যন্ত এদের আর কোনো আয়ের উৎস নেই।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৩-ডিসেম্বর-২০১৬ইং/নোমান