ঢাকা জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি ডা. সালাউদ্দিন বাবুসহ ১৫ জনের বিরুদ্ধে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উস্কানির অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিদুল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে ১১ জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে। আটককৃতদের মধ্যে সাতজন শ্রমিক নেতা ও চারজন বিএনপি নেতা রয়েছেন।
পুলিশ জানায়, শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে সকল কারখানা বন্ধ হয়ে যায়। এ ঘটনায় উস্কানি দেয়ার অভিযোগে একটি মামলা হয়েছে।
এতে শ্রমিক সংগঠনের সাত নেতাসহ বিএনপির ঢাকা জেলা সভাপতি সাবেক এমপি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপি নেতা মঈন উদ্দিন বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান মিনি ওরফে উর্মি আক্তার, থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দুলাল মীর, জাহাঙ্গীর আলম ও ইসরাফিলকে আসামি করা হয়।
এছাড়া ওই মামলায় অভিনেতা ও ব্যবসায়ী এ আর মন্টুকেও আসামি করা হয়েছে।
মামলায় আটক ১১ জনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। রিমান্ডের বিষয়ে আগামি সোমবার আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
এছাড়া অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।
বেতন বৃদ্ধির আন্দোলন নিয়ে আশুলিয়া শিল্পাঞ্চলের উদ্ভূত পরিস্থিতিতে সকল পোশাক কারখানা বন্ধ রয়েছে। শ্রমিকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৩ – ১২-২০১৬ ইং / মো: হাছিব