সাহিত্য ও সংস্কৃতিঃ
“দেশপ্রেম”
***রহমান মাসুদ***
মানুষ বলে করছি দাবি
চরিত্রে আছে পশুর সবি,
দেহে শুধু মানুষ হলাম
হয়ে গেছি নিজের গোলাম।
পরের উপকারে যাইনা আজ
বাহানা দেখাই আছে কাজ,
নিজের স্বার্থ আছে যেথা
যেভাবেই হোক যাব সেথা।
আত্নকেন্দ্রিক আমরা আজ
দেশের জন্য করিনা কাজ,
নিজের পকেট ভারির জন্য
দেশের স্বার্থ করি ক্ষুন্ন।
তাই সাবধান হতে হবে
৩০ লক্ষ শহীদ জবাব চাবে,
দেশপ্রেম হৃদয়েরই অংশ
বাঁচাও দেশ ,করনা ধ্বংস।।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৫-১২-২০১৬ইং/ অর্থ
Tags: