কিশোরগঞ্জ প্রতিনিধি:
প্রস্তাবিত শিক্ষা আইনের কতিপয় ধারা সংশোধনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা শহরের গৌরাঙ্গ বাজারে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কিশোরগঞ্জ জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন সংগঠনের জেলা শাখার আহ্বায়ক শাহ ওয়ালিউল্লাহ যোবায়ের, সদস্যসচিব মশিয়ুর রহমান রাসেল প্রমুখ।
আহ্বায়ক জানান, দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় মঙ্গলবার ও আগামীকাল বুধবার সারা জেলায় সকল বইয়ের দোকান বন্ধ থাকবে। এসময় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অন্যান্য নেতৃবৃন্দসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৬–ডিসেম্বর-২০১৬ইং/নোমান