আল আমিন মন্ডল, গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের ১০ম শ্রেনীর কিছু ছাত্র টিফিনের অর্থ থেকে গতকাল রোববার গাবতলীর সোনারায় ইউনিয়নের আটাপাড়া খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা হাফিজিয়া মাদ্রাসায় বেশকিছু কোরান শরিফ প্রদান করেছে।
ছাত্রদের প্রশংসানীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান (মোহতামিম) মাওঃ আব্দুল গফুর।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি এবং গাবতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা, মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন টুকু, ডাঃ শাহাদৎ হোসেন, জহুরুল ইসলাম, বিয়াম মডেল স্কুল ও কলেজের ১০ম শ্রেনীর ছাত্র আবু তৌফিক হাসান, সাইদুর রহমান দস্তগীর, তারিকুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, তাদের টিফিনের অর্থ থেকে বিভিন্ন সময় বিভিন্ন মসজিদ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে কোরান শরিফ, নামাজের বিছানাসহ নানাভাবে সহযোগিতা করে থাকেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৬–ডিসেম্বর-২০১৬ইং/নোমান