muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ১৪টি কেন্দ্রের ২৮টি ভোট কক্ষে ভোট গ্রহণ চলছে।

আজ বুধবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত  একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার সকাল ৯ টার দিকে ২ নং ওয়ার্ড হোসেনপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, ভোট কেন্দ্রের আশে পাশে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে।

প্রার্থীদের পক্ষে সমর্থকরা শ্লোগানে বিজয়ের আশাবাদ ব্যক্ত করছেন। এখানে ভোটার রয়েছেন ১০৬ জন। ভোট কেন্দ্রে আসা ভোটার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নূরুল আমীন পারভেজ জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ভোট দিয়েছি, আশা করছি বাকী সময়টুকু ভালোভাবেই যাবে। উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুঞ্জুরুল আলম জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কেন্দ্রে পরিদর্শনে আসা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল জানান, তিনটি কেন্দ্র পরিদর্শন করেছি, সব জায়গায় ভালোভাবে ভোট হচ্ছে, এখানেও দেখলাম শান্তিপূর্ণ ভোট হচ্ছে। সব জায়গায় ভোটের চিত্র একরকম। আনন্দঘন পরিবেশে সবাই ভোটের সহযোগিতা করছেন।

জেলা  রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস জানান, জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই আনন্দঘন পরিবেশে ভোট দিচ্ছেন।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে প্রার্থী রয়েছেন ৫১ জন  ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা প্রার্থী রয়েছেন ৮ জন।

১৪টি ওয়ার্ডে পুরুষ ১ হাজার ১০১ ভোট ও মহিলা ৩ শত ৩৫ জন ভোট মিলিয়ে সর্বমোট ১ হাজার ৪ শত ৩৬ জন ভোটার রয়েছেন। আইন শৃঙ্খলার রক্ষার্থে প্রশাসন ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব ও বিজিবি মাঠে রয়েছেন।

 

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৮-ডিসেম্বর-২০১৬ইং/নোমান

Tags: