muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না মুশফিক

ক্রীড়া ডেস্ক :
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ইনজুরিতে পড়া মুশফিকুর রহিম বৃহস্পতিবার খেলতে পারছেন না। শুধু আগামীকালের খেলা নয় পুরো ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও হয়তো ফিরতে পারবেন না তিনি।
সোমবার ক্রাইস্টচার্চে রান নিতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন মুশফিকুর রহিম। পরে মাঠ ছাড়তে হয় তাকে। বুধবার স্ক্যান করার কথা থাকলেও অবস্থার উন্নতি না হওয়ায় সেটি সম্ভব হয়নি।
প্রাথমিক ভাবে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মুশফিককে। এর মাঝে নিউজিল্যান্ডের বিপক্ষে হয়ে যাবে একদিনের সিরিজের বাকি দুই ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজ। এই পাঁচটি ম্যাচেগুলোতে মাঠের বাইরে থাকারই জোর সম্ভাবনা মুশফিকের। টেস্ট সিরিজে মুশফিক থাকতে পারবেন কিনা সেটি বলা যাবে বৃহস্পতিবার তার স্ক্যানিং করার পর।
মুশফিককে না পাওয়া নিয়ে বাংলাদেশ দলের কোচ চান্ডিকা হাথুরুসিংহে বলেন, মুশফিক ব্যাট হাতে ও উইকেট কিপিং দিয়ে সবসময় দলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাকে না পাওয়াটা আমাদের জন্য বড় আঘাত। তবে এটা খেলার একটি অংশ।
মুশফিকের জায়গায় নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে অভিষেক হবে উইকেটরক্ষক ও ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৮-ডিসেম্বর-২০১৬ইং/নোমান

Tags: