muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ

আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ 

কিশোরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে জেলা সমাজসেবা অফিস। সদর উপজেলা পরিষদের সহায়তায় বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০১৬ তারিখ সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।

শীত বস্ত্র বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, শীত থেকে সুরক্ষার জন্য আমরা বিত্তবানেরা শীতকালে রকমারি শীত বস্ত্র পরিধান করি। কিন্তু আমরা যে পথ দিয়ে প্রতিনিয়ত চলাচল করছি সেই পথে বসবাসরত মানুষগুলোর দিকে যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো তাদের কেউ কেউ একটি চটের বস্তা গায়ে দিয়ে শুয়ে রাত কাটানোর প্রহর গুনছে, কেউ আবার একটি পলিথিন ব্যাগকে আশ্রয় করে শুয়ে আছে, আবার কেউ শীতের তীব্রতাকে মেনে নিয়েই কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়েছে, কেউ আবার শুকনো খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছে আর অপেক্ষা করছে দিনের আলোর জন্য।

সরকার চেষ্টা করছে এ অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর। সেজন্যই আজকের এ প্রচেষ্টা। তিনি সরকারের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহ এবং সম্পদশালী ব্যক্তিদের শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

অনুষ্ঠানে এ সময় জেলা সমাজসেবা অফিসার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০২-০১-২০১৭ইং/ অর্থ 

Tags: