muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০১৩ এর জেলা রিপোর্ট প্রকাশ

আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ 

কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০১৩ এর জেলা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বৃহষ্পতিবার ২৯ ডিসেম্বর ২০১৬ সকাল ১০:০০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সেমিনারের মাধ্যমে এ রিপোর্ট প্রকাশ করা হয়। জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ মাসুম মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।

এ সময় প্রকাশিত রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শফিকুল ইসলাম, বিজ্ঞ পিপি শাহ আজিজুল হক, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর জেলা সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, নারীনেত্রী ও উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি বিলকিস বেগমসহ অন্যরা। এছাড়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল কিশোরগঞ্জের অর্থনেতিক শুমারি ২০১৩ এর রিপোর্ট সম্বলিত বইয়ের মোড়ক উন্মোচন করেন।

সেমিনারে জানানো হয়, ২০১৩ সাল অনুযায়ী অর্থনৈতিক শুমারিতে জেলা পর্যায়ে মোট অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে ১ লক্ষ ৫০ হাজার ৯৪৬টি, যা ২০০৩ সালের তুলনায় ১৫২.১৬% বেশি।

এছাড়া রিপোর্টে কিশোরগঞ্জ জেলার স্থায়ী, অস্থায়ী ও খানাভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠান, লিঙ্গ ভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠানে সম্পৃক্ত জনবল, লিঙ্গভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠান ও অবস্থানভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিবরণ তুলে ধরা হয়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০২-১২-২০১৬ইং/ অর্থ 

Tags: