muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে দুম্বার মাংস বিতরণ

আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ 

বাংলাদেশের জনগণের জন্য পাঠানো সৌদি সরকারের দুম্বার মাংস কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় বিতরণের নিমিত্ত গত ৩০ ডিসেম্বর ২০১৬ তারিখ শুক্রবার জেলা প্রশাসন এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় কর্তৃক জেলার ১৩ উপজেলার প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়েছে। কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল দুম্বার মাংস হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, ইসলামী ব্যাংক লিমিটেড, কিশোরগঞ্জ শাখার প্রতিনিধিবৃন্দ, জেলা পুলিশের প্রতিনিধি, বিভিন্ন উপজেলার উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দুম্বার মাংসের প্যাকেট হস্তান্তরকালে শুধুমাত্র প্রকৃত দুস্থরা যাতে এটি পায় তা নিশ্চিত করতে উপজেলার প্রতিনিধিদের কঠোর নির্দেশনা দেন। একই সাথে সুষ্ঠুভাবে যাতে দুম্বার মাংস বিতরণ করা হয় সে বিষয়ে জেলা প্রশাসক মহোদয় এর নির্দেশনার কথাও স্মরণ করিয়ে দেন। উল্লেখ্য, এ বছর জেলার ১৩ উপজেলার জন্য ৬৫৯ কার্টন মাংসের প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০২-১২-২০১৬ইং/ অর্থ 

Tags: