muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

বাংলাদেশের সামনে ইতিহাসের হাতছানি

ক্রীড়া ডেস্ক,

 

সাফ চ্যাম্পিয়নশিপে এর আগে তিনবার অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। তার মধ্যে দুইবার সেমিফাইনাল খেলেছে। একবার গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে। ফাইনালে ওঠা হয়নি কখনো। এবার বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার হাতছানি। হাতছানি ইতিহাস গড়ার।

 

আগামীকাল সন্ধ্যায় অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ মালদ্বীপকে হারাতে পারলেই বাংলাদেশের মহিলা ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে খেলার সুযোগ পাবে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। শিলিগুঁড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।

 

ভারতের শিলিগুঁড়িতে চলমান সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এ নিয়ে তৃতীয়বারের মতো সাফের সেমিফাইনালে উঠল বাংলাদেশের মেয়েরা। আগের তিন আসরে দুইবারে ফাইনালে ওঠার আক্ষেপ কী ঘোচাতে পারবে সাবিনা-সুইনুরা? তবে আশাবাদী সবাই।

 

যেমনটা বলেছেন বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটন, ‘ভারতের বিপক্ষে আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি। মালদ্বীপের বিপক্ষে সেটা খেলতে চাই। আফগানিস্তানের বিপক্ষে আমরা যেমন খেলেছি, মালদ্বীপের বিপক্ষেও তেমন খেলতে চাই। আগামীকাল আমরা আক্রমণাত্মক ফুটবল খেলব।’

 

bd

 

মালদ্বীপকে সমীহ করে তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ায় নেপাল ও ভারত খুবই শক্তিশালী দল। বাকি যারা রয়েছে তাদের মান কাছাকাচ্ছি। মালদ্বীপ এবারই প্রথম সেমিফাইনালে উঠেছে। তাই বলে তাদের খাটো করে দেখার কোনো অবকাশ নেই। শক্তিমত্তার প্রমাণ দিয়েই তারা শেষ চারে এসেছে। তবে আমরা আমাদের সেরাটা দিয়ে খেলে ফাইনালে যাওয়ার চেষ্টা করব।’

 

অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমরা সেমিফাইনালে উঠতে পারায় আমি ভীষণ খুশি। তবে আমাদের সামনে এখন লক্ষ্য একটাই- ফাইনাল খেলা। এর বাইরে আর কিছু চিন্তা করছি না। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলে ফাইনালে যেতে চাই।’

 

মালদ্বীপ ‘এ’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও ভুটানকে পেছনে ফেলে সেমিফাইনালে উঠেছে। গ্রুপপর্বে মালদ্বীপ তাদের প্রথম ম্যাচে ৫-২ গোলে হারায় শ্রীলঙ্কাকে। দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে হেরে যায় ৯-০ গোলে। আর শেষ ম্যাচে তারা ভুটানকে হারায় ৩-১ গোলে। তাতে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়। যা মহিলা সাফের ইতিহাসে তাদের প্রথম সেমিফাইনাল।

 

bd

 

অন্যদিকে বাংলাদেশ ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৬-০ গোলে উড়িয়ে দেয় আফগানিস্তানকে। এরপর দ্বিতীয় ম্যাচে তিন-তিনবারের চ্যাম্পিয়ন ভারতকে রুখে দেয় গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে। তাতে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তৃতীয়বারের মতো সেমিফাইনালের টিকিট পায় বাংলাদেশ। এবার ফাইনালে যাওয়ার পালা।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ০১-০১-২০১৭ইং  / মো: হাছিব

Tags: