muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ক্যারিয়ারের হাফসেঞ্চুরির ম্যাচে খেলতে কাল মাঠে নামছে টাইগার দলপতি ম্যাশ

ক্রীড়া ডেস্ক,

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টুয়েন্টি টুয়েন্টি সিরিজ। এ ম্যাচ দিয়ে টি-২০ ফরম্যাটে নিজের ৫০তম ম্যাচ খেলতে নামবেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশের পঞ্চম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। আর বিশ্বের ৪৬তম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়বেন ম্যাশ।

২০০৬ সালে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ অভিষেক হয় মাশরাফির। এরপর থেকে দলের সেরা বোলার হিসেবেই বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন তিনি। ইনজুরির জন্য অনেকগুলো টি-২০ ম্যাচেও অংশ নিতে পারেননি ম্যাশ। তারপরও ৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন তিনি।

মাশরাফির আগে বাংলাদেশের হয়ে ৫০ বা তার বেশি খেলেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল।

বাংলাদেশের হয়ে ৫০ বা তার বেশি টি-২০ ম্যাচ খেলা খেলোয়াড়রা:

খেলোয়াড় ম্যাচ রান উইকেট
মুশফিকুর রহিম (২০০৬-২০১৬) ৫৭ ৭০৩
সাকিব আল হাসান (২০০৬-২০১৬) ৫৪ ১১০৩ ৬৫
মাহমুদুল্লাহ রিয়াদ (২০০৭-২০১৬) ৫৩ ৬৮৬ ২১
তামিম ইকবাল (২০০৭-২০১৬) ৫২ ১১৫৪
মাশরাফি বিন মর্তুজা (২০০৬-২০১৬) ৪৯ ৩৬৬ ৩৮

Tags: