muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

উত্তরায় দু’টি হাসপাতালকে ১১ লাখ টাকা জরিমানা

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
রাজধানীর উত্তরায় মঙ্গলবার অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ  ব্যবহার ও ভুয়া প্যাথলজিক্যাল টেস্ট রিপোর্ট প্রদান করায় দুইটি হাসপাতালকে ১১ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতাল দুটি হচ্ছে উত্তরা ১১ নম্বর সেক্টরের লেকভিউ হাসাপাতাল ও উত্তরার গরিবে নেওয়াজ এভিনিউস্থ শিনশিন হাসপাতাল।
র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  র‌্যাব-১ ডিএডি  আব্দুল মোতালেব নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট  সারোয়ার আলম এ অভিযান চালান।  ভ্রাম্যমান আদালত লেকভিউ হাসপাতাল গিয়ে দেখেন ডাক্তারের প্যাড এ অগ্রিম স্বাক্ষর করা। এ অপরাধে ৬ লাখ টাকা জরিমানা করেন। অপর দিকে একই ভ্রাম্যমান আদালত শিন-শিন জাপান হাসপাতালে গিয়ে দেখেন তারা রোগ নির্ণয়ের পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রাসায়নিক ব্যবহার করছে। এ অপরাধে ৫ লাখ টাকা জরিমানা করেন। অভিযানের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. মনজুর আহমদ। জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা দেয়া কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৩   –০১-২০১৭ইং  / মো: হাছিব

Tags: