সাহিত্য ও সংস্কৃতিঃ
“ভূমিকম্প আতঙ্ক”
***রহমান মাসুদ***
সারা বিশ্বে ঘনঘন ভূমিকম্পন
আমাদের তাই আতঙ্কিত মন,
ঘনবসতি পূর্ণ প্রিয় এই জন্মভূমি
মৃদু ভূমিকম্পনে পাচ্ছে সাবধানী।
মৃদু হতে মাত্রা বেশী বৃদ্ধি পেলে
ভয়ানক ক্ষয়ক্ষতি ঘটবে জানমালে,
অসেচতনতার ফলে আরো ধরাশাই
সতর্কতার জ্ঞান সবারই থাকা চাই।
ভূকম্পনের সময়কাল অতিসংক্ষিপ্ত
তাড়াহুরার অস্হিরতায় হবেনা লিপ্ত,
যেথায় অবস্হান সেথায় কর সন্ধান
তুলনামুলক ফাঁকা নিরাপদ স্হান।
ছাদ বা ভূমি সহজ নিকটবর্তী হলে
দ্রুত সেথা একে একে যাবে চলে,
ভুলেও করবেনা লিফটের ব্যবহার
সিড়ি দিয়েই তাড়াতাড়ি হবে পার।
বহুতলের মাঝামাঝি হলে অবস্হান
ঠান্ডা মাথায় ধৈর্য্য ধারনের আহবান,
মাত্রা কম হলে ক্ষয়ক্ষতির নেই ভয়
বেশীতে ভাগ্যের হাতেই জয় পরাজয়।
ভূমিকম্পের আওতায় প্রিয় বাংলাদেশ
তবুও অহেতুক ভয়ে হবে না নিঃশেষ,
আমাদের রক্ষা করার মালিক বিধাতা
সাহসের সাথে স্মরণ রেখো সে কথা।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-০১-২০১৭ইং/ অর্থ
Tags: