muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

দাদীর ভুলের অনুশোচনাতেই নূপুর শিক্ষা পেতে আগ্রহী

মোঃ আশরাফ আলী,  স্টাফ রিপোর্টারঃ

শাহরিয়ার আক্তার নুপুর, পিতা- ফারুক মিয়া গ্রাম- গাইটাল নয়াপাড়া থানা জেলা- কিশোরগঞ্জ। শাহরিয়ার একটি অতি দরিদ্র পরিবারের মেয়ে। অভাব তাকে ঠেকাতে পারেনি কষ্টের মধ্যে দিয়ে প ম শ্রেণি পাস করে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে ভর্তি হয়েছিল গত ৬ষ্ঠ শ্রেণিতে। ৬ষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হয়ে ৭ম শ্রেণিতে ভর্তি হওয়ার সময় অর্থ সংকটে পরে লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। কোনো উপায় না বৃদ্ধা দাদী ফাতেমা আক্তারকে সাথে নিয়ে ভর্তি ফি মওকুফের জন্য স্কুলের প্রধান শিক্ষিকার কাছে যান। এতে কোন সমাধান না পেয়ে ছুটে যান জেলা প্রশাসকের কার্যালয়ে। কিছু সময় দাঁড়িয়ে থেকে কোনো উপায় না পেয়ে ফিরে যান বাড়িতে। পরে কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে বিস্তারিত বর্ণনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ-এর নিকট। বলেন আমরা তিন বোন। বড় বোন মুক্তা আক্তার (১৫) কলাপাড়া হাজী আঃ গফুর দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী, আমি নূপুর (১৩) কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী, ছোট ভাই আকাশ (৯) গাইটাল জনতা স্কুলের তৃতীয় স্কুলের ছাত্র ও ছোট বোন মারিয়া (২)। আমাদের পরিবারে বাবা-মা ও দাদীসহ মোট ৭জন সদস্য একমাত্র বাবা রিকশা চালিয়ে যা উপার্জন করেন তাতে এই দুমূল্যের লেখাপড়া চালানো দূরের কোনো রকমে খেয়ে না খেয়ে বেঁচে আছি এবং শিক্ষা গ্রহণ করছি। এই তথ্য শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষনিক ৪,০০০/= টাকা নূপুরকে অনুদান প্রদান করেন। টাকা পেয়ে কেঁদে ফেলে সে। বলে আজ থেকে আমার শিক্ষার পথ সুগম হলো। আমি জাতীয় বোঝা হতে চাই না। শিক্ষা নিয়ে একজন সচেতন নাগরিক হতে চাই। তাই আমার চেষ্টা অব্যাহত থাকবে। আপনার সহযোগিতা অথবা আমাকে কাজ করার কোনো উপায় ভবিষ্যতে করে দিলে আমি হয়তো একদিন সোজা হয়ে দাঁড়াতে পারবো। আমার দাদীর কথা ভুলতে পারবো না। তিনি সবসময় আমাকে প্রেরণা দিয়ে থাকেন। আমার মতো মূর্খ হবি না। চোখ-কান খোলা রেখে পৃথিবীতে একজন সত্যিকারের মানুষ হয়ে বাঁচবি। এই বৃদ্ধা দাদীর অনুপ্রেরণায় রিকশা চালকের মেয়ে হয়েও শিক্ষা পাচ্ছি। অনুদান চেক প্রদানের সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস, অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল ইসলাম পাটুওয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ এবং সদর উপজেলা ভূমি কর্মকর্তা সারাওয়াত মেহজাবীন উপস্থিত ছিলেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-০১-২০১৭ইং/ অর্থ 

Tags: