আমিনুল হক সাদী,(কিশোরগঞ্জ) জেলা প্রতিনিধি,
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা পর্যায়ে ৪৬তম শীতকালীন স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। বৃহস্পতিবার কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১৩টি উপজেলার মধ্যে ১০টি উপজেলা অংশগ্রহন করে। উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস।
এতে বালক ছোট গ্রুপে সদর উপজেলার গাংগাইল ইমদাদুল উলুম দাখিল মাদ্রাসার মাহমুদুল হাসান, বালক মধ্যম গ্রুপে পাকুন্দিয়া উপজেলার নারান্দী উচ্চ বিদ্যালয়ের মোঃ শাকিল, বালক বড় গ্রুপে সদর উপজেলার আজিম উদ্দিন বিদ্যালয়ের মেরাজুল ইসলাম, বালিকা মধ্যম গ্রুপে সদর উপজেলার আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সানজিদা আক্তার মনি ও বালিকা বড় গ্রুপে একই বিদ্যালয়ের ফারজিয়া আক্তার রাত্রী স্ব স্ব গ্রুপে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন, জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল আউয়াল, সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক রবীন্দ্রনাথ চৌধুরী ও জেলা শিক্ষা অফিসার এ.কে.এম শাহজাহান, । এসময় জেলার বিভিন্ন স্কুলের শরীর র্চ্চা শিক্ষক-শিক্ষিকা খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন খেলার আহ্বায়ক আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের শরীর র্চ্চা শিক্ষক এম. আব্দুল্লাহ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৫ -০১-২০১৭ইং / মো: হাছিব