muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে ঘিরে রেখেছে পুলিশ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,

 

দশম জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বছরপূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ।

শনিবার সকাল থেকে বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও রয়েছেন সেখানে। কার্যালয়ের সামনে জলকামান, আর্মাড কার, প্রিজন ভ্যানসহ পুলিশের বেশ কিছু গাড়ি রাখা রয়েছে।

কার্যালয়ের বাইরে বিএনপির কোনো নেতা-কর্মী নেই বললেই চলে। তবে ভেতরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েকজন নেতা-কর্মী রয়েছেন। এদিকে সকাল সাড়ে ৯টায় কার্যালয়ের সামনে থেকে তিন কর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে বিএনপি।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে-এই আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে গণমাধ্যমকর্মীদের জানান রমনা থানার পরিদর্শক কাজী শাহীদুজ্জামান।

তিনি বলেন, ‘এখানে বিএনপির একটি কর্মসূচি ঘোষণা করেছে। তথ্য আছে, বিএনপির দুই গ্রুপে গোলমাল হতে পারে। জনস্বার্থ রক্ষায় আমরা এখানে এসেছি।’

দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি দিনটিকে (৫ জানুয়ারি) ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে। এবছর দেশব্যাপী দিবসটিতে ‘কালো পতাকা মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন দলের নেতা-কর্মীরা।

৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা থাকার কারণে ওই দিন সমাবেশ না করে ৭ জানুয়ারি সমাবেশের কর্মসূচি দেয় দলটি। এজন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বিএনপি।

সমাবেশ সফল করতে বিএনপি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘শনিবার সমাবেশের অনুমতি চেয়ে গণপূর্ত বিভাগসহ পুলিশ প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সমাবেশের অনুমতি মেলেনি। সরকারি দল ঢাক-ঢোল পিটিয়ে সভা-সমাবেশ করলেও বিরোধী দলের বেলায় যত বিপত্তি।’

তিনি দ্রুত সমাবেশের অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

 

  মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম ০৭ -০১-২০১৭ইং  / মো: হাছিব

Tags: