muktijoddhar kantho logo l o a d i n g

রকমারি

মাকড়সা আর সাপের মরণপণ লড়াই (ভিডিও সহ)

রকমারি

মাকড়সার জালে আটকে পড়ে ছোট আকৃতির সাপটি। সাপটি মুক্তি চায় ওই ফাঁদ থেকে। আর মাকড়সাও ভাবল, কে হামলা করল তার আস্তানায়? তারপরই শুরু হলো সাপ ও মাকড়সার লড়াই।

মেইল অনলাইন জানিয়েছে, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ঘটেছে এ ঘটনা।

সাবরিনা বেসেলসন নামে এক নারীর চোখে পড়ে ওই দৃশ্য। তিনি দেখেন, একটি কালো ছোট সাপ ঝুলে আছে মাকড়সার জালে। আর ওই জালে থাকা মাকড়সা সাপটিকে কামড় দিচ্ছে। মাকড়সাটি কালো রঙের আর মাথার দিকটি লাল রঙের। বিষয়টি ভিডিওতে ধারণ করেন তিনি।

সাপ নিয়ে গবেষণা করেন অস্ট্রেলিয়ান মিশেল টেট। তিনি জানান, এ ধরনের লড়াই খুব দুর্লভ। তিনি জানান, সম্ভবত সাপটি ওই মাকড়সার জালে আটকা পড়েছিল। এর পরই তা থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। যেভাবেই হোক, সাপটি ওই জাল থেকে মুক্ত হতে চেয়েছিল। অন্যদিকে মাকড়সা তার নিজের গড়া জালের ওপর হামলা হয়েছে মনে করে প্রতিরোধ করে।

ওই যুদ্ধে শেষ হাসিটি মাকড়সাই হেসেছে। একপর্যায়ে মাকড়সার কামড়ে নিস্তেজ হয়ে যায় সাপটি।

মিশেল টেট জানান, এ ধরনের লড়াই দেখা দুর্লভ। লড়াইতে কোনো বাধা দেওয়া যাবে না। তবে সাবধান থাকতে হবে। কেননা সাপ বিষ ছুড়তে পারে।

Tags: